ব্রহ্মজ্ঞই সর্বজ্ঞ, এই কথা ভগবান্ সনৎকুমার বলছেন—
প্রত্যক্ষদর্শী
লোকানাং সর্বদর্শী ভবেন্নরঃ।
সত্যে
বৈ ব্রহ্মণি তিষ্ঠন্ তদ্বিদ্বান্ সর্ববিদ্ভবেৎ।।
-(সনৎ-সুজাতীয়
সংবাদ-২/৫০)
যোগবলে
ভূর্ভুবাদি সর্বলোকসমূহ প্রত্যক্ষদর্শনকারী পুরুষ সর্বদর্শী হয়ে থাকেন। বিদ্বান
সর্বরূপে পরমাত্মাকেই দর্শন করে থাকেন। এই
বিদ্বান সত্যাদি লক্ষণযুক্ত ব্রহ্মেতেই স্থিত হয়ে তাঁতেই মন
সমাহিত করে থাকেন। সত্যস্বরূপ
এই ব্রহ্মকেই বিদ্বান নিজের সহিত অভিন্নরূপে জানেন
বলে তিনি সর্ববিৎ অর্থাৎ
সর্বজ্ঞরূপে কথিত হন। ইনিই
যথার্থ সর্বজ্ঞ। কেবল অনাত্মমাত্র দর্শনকারী
সর্বজ্ঞ নন।
কোন
বস্তুরই অধিষ্ঠানাতিরিক্ত সত্তা নেই। অধিষ্ঠানের সত্তাই
কল্পিত বস্তুর সত্তা। অতএব যিনি সর্বজগদধিষ্ঠান
ব্রহ্মকে জেনেছেন তিনি স্বরূপতঃ সর্ববস্তুকেই
জেনেছেন বলে তিনি যথার্থ
সর্বজ্ঞ।......
শ্রীশুভ
চৌধুরী
জুন
১৬, ২০২৩ খ্রিষ্টাব্দ।
No comments:
Post a Comment