Friday, 26 July 2019

শিবপঞ্চাক্ষরস্তোত্রম্



ভগবৎপাদ্ শঙ্করাচার্য্যের সর্বাধিক জনপ্রিয় স্তোত্রগুলির একটি হইল শিবপঞ্চাক্ষরস্তোত্র। 'নমঃ শিবায়' এই পঞ্চাক্ষর মহামন্ত্র অবলম্বনে রচিত এই স্তোত্র আচার্য্যের একটি অনবদ্য কাব্যিক সৃষ্টি। স্তোত্রটি মহেশ্বরের প্রতি নিবেদিত হইয়াছে এইভাবে

নাগেন্দ্রহারায় ত্রিলোচনায় ভস্মাঙ্গরাগায় মহেশ্বরায়

নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্মৈ নকারায় নমঃ শিবায় ১॥

যিনি নাগের হার পরিধান করিয়াছেন, ত্রিনেত্র যাঁহার, যিনি ভস্ম দ্বারা অঙ্গরাগ করেন, যিনি মহেশ্বর, যিনি নিত্য, শুদ্ধ দিগম্বর সেই’-কারাত্মক শিবকে নমস্কার করি

মন্দাকিনি-সলিলচন্দন-চর্চিতায় নন্দীশ্বর-প্রমথনাথ- মহেশ্বরায়

মন্দারপুষ্প-বহুপুষ্প-সুপূজিতায় তস্মৈ মকারায় নমঃ শিবায় ২॥

যাঁহার অঙ্গ মন্দাকিনীর জল বিলোড়িত চন্দন দ্বারা নিরন্তর অনুলিপ্ত, যিনি নন্দীর ঈশ্বর, যিনি প্রমথ গণের অধিপতি, যিনি মহেশ্বর, মন্দার পুস্পাদি নানাবিধ পুষ্প দ্বারা দেবগণ যাঁহার পূজা করেন, সেই’-কারাত্মক শিবকে নমস্কার করি।

শিবায় গৌরীবদনাব্জ-বৃন্দ- সূর্যায় দক্ষাধ্বরনাশকায়

শ্রীনীলকণ্ঠায় বৃষধ্বজায় তস্মৈ শিকারায় নমঃ শিবায় ৩॥

যিনি মঙ্গল দাতা, যিনি নানারূপধারিণী গৌরীর বদন কমল সমূহের প্রকাশক সূৰ্য্য, যিনি দক্ষযজ্ঞ ধ্বংস করিয়াছিলেন, সমুদ্রমন্থনকালে বিষপান করিয়া যাহার কণ্ঠ নীলবৰ্ণ হইয়াছে এবং যিনি নিয়ত বৃষবাহনে গমন করেন, সেইশি’-কারাত্মক শিবকে নমস্কার করি।

বসিষ্ঠ-কুম্ভোদ্ভব-গৌতমার্যমুনীন্দ্র-দেবার্চিতশেখরায়

চন্দ্রার্ক-বৈশ্বানরলোচনায় তস্মৈ বকারায় নমঃ শিবায় ৪॥

বশিষ্ট, অগস্ত্য, গৌতমাদি আর্য্য ঋষি এবং মুনীন্দ্ৰগণ নিরন্তর যাঁহাকে পূজা করিয়া থাকেন, চন্দ্ৰ, সুৰ্য্য এবং অগ্নি যাঁহার নয়ন, সেই’-কারাত্মক শিবকে নমস্কার করি।

যক্ষস্বরূপায় জটাধরায় পিনাকহস্তায় সনাতনায়

দিব্যায় দেবায় দিগম্বরায় তস্মৈ য়কারায় নমঃ শিবায় ৫॥

যিনি যজ্ঞস্বরূপ, যিনি আপন মস্তকে জটা ধারণ করিয়াছেন, যাঁহার করে পিনাক নামক ধনু বিরাজিত, যিনি সনাতন, যিনি দুতিমান এবং দিক সকল যাঁহার বসন, সেই 'য়'-কারাত্মক শিবকে নমস্কার।

পঞ্চাক্ষরমিদং পুণ্যং যঃ পঠেচ্ছিবসন্নিধৌ

শিবলোকমবাপ্নোতি শিবেন সহ মোদতে

মহাপুণ্যজনক এই পঞ্চাক্ষর স্তোত্র যিনি শিব সন্নিধানে সর্বদা পাঠ করেন, তিনি শিবলোকে গমন করিয়া শিবের সহিত আনন্দ প্ৰাপ্ত হন।

ইতি শ্রীমচ্ছঙ্কর ভগবৎ বিরচিতং শিবপঞ্চাক্ষরস্তোত্রং সম্পূর্ণম্।।

ইতি ভগবান্ শঙ্করাচার্য্য প্রণীত শিবপঞ্চাক্ষরস্তোত্রম্ সম্পূর্ণ।....

তথ্যসূত্রঃ- "বিচার চন্দ্রোদয়", রামদয়াল মজুমদার।


শ্রীশুভ চৌধুরী

No comments:

আত্মানাত্মবিবেকঃ-

  আত্মা ও অনাত্মা অর্থাৎ আত্মা ভিন্ন দেহের পৃথকত্বের বিবেকবোধই আত্মানাত্মবিবেক। দেহকেই আমরা ' আমি ' ভাবিয়া থাকি। ...