Thursday, 5 October 2023

জ্ঞানীর প্রশংসাঃ-

 


সনৎসুজাতীয় সংবাদে ভগবান সনৎকুমার বলেছেন

অনাঢ্যা মানুষে বিত্তে আঢ্যা বেদেষু যে দ্বিজাঃ।

তে দুর্দ্ধর্ষা দুষ্প্রকম্প্যা বিদ্যাৎ তান্ ব্রহ্মণস্তনুম্।।

-(মহাভারত, উদ্যোগপর্ব-৪২/৩৬)

যে দ্বিজগণ লৌকিক সম্পদবিহীন কিন্তু বেদবিদ্যায় পারদর্শী বেদপ্রতিপাদ্য অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য শমদমাদি সাধন সম্পন্ন, তাঁরা অজেয় অর্থাৎ কোন প্রতিকূল অবস্থাই তাঁদের স্বীয় তত্ত্বনিষ্ঠা হতে বিচ্যুত করতে পারে না, তাঁরা অচল, অটল অর্থাৎ বর্ষা বা বিদ্যুৎপাতে অবিচলিত পর্বতশিখরের ন্যায় নির্বিকার; তাঁদেরকে ব্রহ্মের সাক্ষাৎ মূর্তি অর্থাৎ ব্রহ্মস্বরূপভূত বলে জানবে। ব্রহ্মের সহিত তাদের কোন ভেদ নেই। শ্রুতিতে বর্ণিত আছে—"ব্রহ্ম বেদ ব্রহ্মৈব ভবতি"-(মুণ্ডক উপনিষৎ, //) অর্থাৎ ব্রহ্মবিৎ ব্রহ্মস্বরূপই হয়ে যান।.....

শ্রীশুভ চৌধুরী

সেপ্টেম্বর ২৩, ২০২৩ খ্রিষ্টাব্দ।

No comments:

জ্ঞানবিজ্ঞানযোগ-

  শ্রীভগবানুবাচ ময্যাসক্তমনাঃ পার্থ যোগং যুঞ্জন্মদাশ্রয়ঃ৷ অসংশয়ং সমগ্রং মাং যথা জ্ঞাস্যসি তচ্ছৃণু ৷৷ ১   ‘শাঙ্করভাষ্য’   অনুস...