Tuesday, 19 November 2024

বিদ্বান কে?

 


ভগবান্ সনৎসুজাত বলেছেনবিষয়ভোগ বিনাশকারী পুরুষই যথার্থ বিদ্বান।

যোঽভিধ্যায়ন্নুৎপতিষ্ণূন্নিহন্যাৎ অনাচারেণাপ্রতিবুধ্যমানঃ।

বৈ মৃত্যুং মৃত্যুরিবাত্তি ভূত্বা হ্যেবং বিদ্বান্ ষোঽভিহন্তীহ কামান্।।

-(মহাভারত, উদ্যোগপর্ব, ৪২তম অধ্যায়, সনৎসুজাতীয় সংবাদ-১২)

নশ্বর বিষয়সুখকে অশুচি দুঃখাত্মক বোধে তুচ্ছজ্ঞান করে যিনি তা পরিত্যাগ করেন বিষয়সমূহ আর স্মরণ করেন না, তিনি মৃত্যুরও মৃত্যুরূপ হয়ে স্বয়ং মৃত্যুকেও যেন গ্রাস করে থাকেন। এরূপ বিষয়ভোগ বিনাশকারী পুরুষই যথার্থ বিদ্বান অর্থাৎ আত্মবিৎ।

রূপরসাদি বিষয় জগতে চিরকালই আছে এবং থাকবে। তা হতে পরিত্রাণের একমাত্র উপায় বিবেক অর্থাৎ বিচার। বিষয় তুচ্ছ মিথ্যা এরূপ বিচার করতে করতে চিত্তে বিষয়ের আকর্ষণ ক্ষীণ হয় আত্মস্বরূপ প্রকটিত হয়। এরূপ ত্যাগী পুরুষই যথার্থ বিদ্বান। তিনি মৃত্যুরও মৃত্যুস্বরূপ অর্থাৎ মৃত্যুঞ্জয়ী।.........

তথ্যসূত্রঃ- "সনৎসুজাতীয় সংবাদ", ভগবৎপাদ্ শঙ্করাচার্যের ভাষ্য নীলকণ্ঠকৃত টীকা।

শ্রীশুভ চৌধুরী

অক্টোবর ২৭, রবিবার, ২০২৪ খৃষ্টাব্দ।

No comments:

জ্ঞানবিজ্ঞানযোগ-

  শ্রীভগবানুবাচ ময্যাসক্তমনাঃ পার্থ যোগং যুঞ্জন্মদাশ্রয়ঃ৷ অসংশয়ং সমগ্রং মাং যথা জ্ঞাস্যসি তচ্ছৃণু ৷৷ ১   ‘শাঙ্করভাষ্য’   অনুস...