Tuesday, 5 July 2022

বিবেকিগণ বিজ্ঞান দ্বারা সেই আনন্দঘন অমৃতস্বরূপ প্রত্যাগাত্মাকে সর্বত্র উপলব্ধি করেনঃ—

 


অথর্ববেদীয় মুণ্ডক শ্রুতিতে বর্ণিত আছে—"তদ্বিজ্ঞানেন পরিপশ্যন্তি ধীরা আনন্দরূপমমৃতং যদ্বিভাতি।।"-(মুণ্ডক উপনিষৎ-২/২/৮)

আচার্য শঙ্কর এই শ্রুতির ভাষ্যে বলিতেছেন—"সেই আত্মতত্ত্বকে বিজ্ঞানদ্বারা অর্থাৎ শাস্ত্র ও আচার্যের উপদেশ হইতে লব্ধ পরোক্ষজ্ঞানের সহিত শম, দম, ধ্যান, সর্বকর্মসন্ন্যাস ও বৈরাগ্য হইতে উদ্ভূত বিশেষ জ্ঞান অর্থাৎ অনুভবের দ্বারা বিবেকিগণ চতুর্দিকে দেখেন অর্থাৎ সর্বত্র পূর্ণরূপে উপলব্ধি করেন, যে আনন্দঘন অর্থাৎ সম্পূর্ণ অনর্থদুঃখক্লেশরহিত সুখস্বরূপ এবং অমৃতস্বরূপ যিনি সর্বদা স্বীয় অন্তঃকরণে বিশেষরূপে অর্থাৎ বিবিধ বৃত্তিবিশিষ্টরূপে প্রকাশিত হইতেছেন।"

No comments:

জ্ঞানবিজ্ঞানযোগ-

  শ্রীভগবানুবাচ ময্যাসক্তমনাঃ পার্থ যোগং যুঞ্জন্মদাশ্রয়ঃ৷ অসংশয়ং সমগ্রং মাং যথা জ্ঞাস্যসি তচ্ছৃণু ৷৷ ১   ‘শাঙ্করভাষ্য’   অনুস...