Wednesday, 18 December 2019

শ্রীভগবানের 'জনার্দন' নাম মাহাত্ম্যঃ-


শ্রীমহাভারতের অনুশাসনপর্ব্বের 'বিষ্ণুসহস্রনাম স্তোত্রম্' এর শঙ্করাচার্য্যকৃত শাঙ্করভাষ্যে শ্রীভগবানের 'জনার্দন' নাম মাহাত্ম্য বর্ণিত আছে এইভাবে-
'জন অর্থাৎ দুর্জন ব্যক্তিকে যিনি অর্দিত করেন অর্থাৎ হিংসা করেন তিনি জনার্দন। অথবা দুর্জন ব্যক্তিকে যিনি নরক প্রভৃতিতে পাঠাইয়া দেন তিনি জনার্দন। অথবা জনগণ যাঁর কাছে অভ্যুদয় অর্থাৎ স্বর্গাদি এবং নিঃশ্রেয়স মোক্ষ যাচঞা করে তিনিই জনার্দন।'-(শঙ্করভাষ্য, বিষ্ণুসহস্রনাম ২৭)

No comments:

তুরীয় ব্রহ্মের স্বরূপঃ-

  মাণ্ডুক্য উপনিষদে তুরীয় ব্রহ্মতত্ত্বের উপদেশ রয়েছে। ঐ দুর্জ্ঞেয় তুরীয় তত্ত্ব বুঝানোর জন্য ওঁকার বা প্রণবকে ব্রহ্মের প্...