Monday, 8 January 2024

বিরল পুরুষ কে?

 


ভুক্ত ভোগবিষয়ে যিনি আসক্ত নন এবং অভুক্ত বিষয়ের আকাঙ্ক্ষাও যাঁর নেই, এরূপ আত্মতৃপ্ত পুরুষই সংসারে বিরল। অষ্টাবক্র মুনি বলেছেন

বুভুক্ষুরিহ সংসারে মুমুক্ষুরপি দৃশ্যতে।

ভোগমোক্ষনিরাকাঙ্ক্ষী বিরলো হি মহাশয়ঃ।।

-(অষ্টাবক্র গীতা -১৭/)

এই সংসারে ভোগেচ্ছু মোক্ষেচ্ছু এই উভয়বিধ লোকই দৃষ্টিগোচর হয়ে থাকে। কিন্তু ভোগ মোক্ষ উভয়েচ্ছারহিত ব্রহ্মস্বরূপে নিবিষ্টচিত্ত পুরুষ বিরল।....

শ্রীশুভ চৌধুরী

জানুয়ারি , ২০২৪ খৃষ্টাব্দ।

No comments:

তুরীয় ব্রহ্মের স্বরূপঃ-

  মাণ্ডুক্য উপনিষদে তুরীয় ব্রহ্মতত্ত্বের উপদেশ রয়েছে। ঐ দুর্জ্ঞেয় তুরীয় তত্ত্ব বুঝানোর জন্য ওঁকার বা প্রণবকে ব্রহ্মের প্...