অথর্ববেদীয় মুণ্ডক উপনিষদে বর্ণিত আছে
-তদ্বিজ্ঞানার্থং স গুরূমেবাভিগচ্ছেৎ সমিত্পাণিঃ
শ্রোত্রিয়ং ব্রহ্মনিষ্ঠম্৷৷-(মুণ্ডক উপনিষদ্-১.২.১২)
ভগবৎপাদ্ শ্রীমৎ শঙ্করাচার্য্যের
শাঙ্করভাষ্য অনুসারে ভাবার্থঃ-
যাহা অভয়, মঙ্গলময়, অকৃত, নিত্যলক্ষ্যবস্তু সেই ব্রহ্মকে বিশেষভাবে বুঝিবার জন্য তিনি
গুরুকেই অর্থাৎ শমদমদয়াদিসম্পন্ন আচার্য্যকেই আশ্রয় করিবেন। শাস্ত্রজ্ঞানসম্পন্ন হইলেও
নিজে স্বতন্ত্রভাবে ব্রহ্মবিষয়ক বিদ্যার নিমিত্ত আকাঙ্খা করিবে না।
তিনি হোমীয় কাষ্ঠভার
গ্রহণ করিয়া, শ্রোত্রিয় অর্থাৎ বেদাধ্যয়নে ও বেদার্থে পারদর্শী এবং সর্বকর্ম পরিত্যাগ
করিয়া কেবল অদ্বয় ব্রহ্মেতে নিষ্ঠা যাহাঁর এইরূপ ব্রহ্মনিষ্ঠ গুরুর নিকট গমন করিবেন।
তিনি ঐ গুরুর নিকট যথাবিধি উপস্থিত হইয়া, তাহাঁকে প্রসন্ন করিয়া অব্যয় চিরন্তন পুরুষের
সম্বন্ধে জিজ্ঞাসা করিবেন।
No comments:
Post a Comment