Thursday, 31 March 2022

ওঙ্কারের স্বরূপ ব্রহ্ম, এই সমস্তই ওঙ্কারের স্বরূপঃ-

 


কৃষ্ণযজুর্বেদীয় তৈত্তিরীয়োপনিষদের শীক্ষাবল্লীর অষ্টম অনুবাকে বর্ণিত আছে—"ওমিতি ব্রহ্ম। ওমিতীদং সর্বম্।"-(তৈত্তিরীয় উপনিষৎ-১/৮/১)

শঙ্করাচার্য এই শ্রুতির ভাষ্যে বলিতেছেন—'ওমিতি' অংশের 'ইতি' শব্দ স্বরূপবোধক; ওঙ্কারের স্বরূপ অর্থাৎ এই শব্দস্বরূপকে ব্রহ্ম এইরূপ মনে ধারণ করিবে অর্থাৎ উপাসনা করিবে; কেননা ওঙ্কারের স্বরূপ, এই সমুদয় শব্দস্বরূপই ওঙ্কারের দ্বারা ব্যাপ্ত, আর 'যেহেতু অশ্বত্থ পত্র যেরূপ শিরাজালে ব্যাপ্ত'-(ছান্দোগ্য উপনিষৎ-২/২৩/৩) এই রূপ অন্যশ্রুতিও আছে। আর যেহেতু অভিধেয় (শব্দার্থ) ঐ শব্দের অধীন হয় এইজন্য 'এই সমস্তই ওঙ্কার' এইরূপ বলা হইতেছে।

No comments:

জ্ঞানবিজ্ঞানযোগ-

  শ্রীভগবানুবাচ ময্যাসক্তমনাঃ পার্থ যোগং যুঞ্জন্মদাশ্রয়ঃ৷ অসংশয়ং সমগ্রং মাং যথা জ্ঞাস্যসি তচ্ছৃণু ৷৷ ১   ‘শাঙ্করভাষ্য’   অনুস...