Monday, 31 January 2022

ইন্দ্রিয়সকল অণু পরিমাণঃ-

 


ইন্দ্রিয়সকল ব্যাপী, অথবা অণুপরিমাণ? এই সংশয়ের সমাধান রহিয়াছে বেদান্তমীমাংসা শাস্ত্রের প্রাণাণুত্বাধিকরণে। অধিকরণ প্রতিপাদ্য বিষয় হইল ইন্দ্রিয়সকলের পরিচ্ছিন্ন পরিমাণতা। ভগবান সূত্রকার সিদ্ধান্ত করিতেছেন-

অণবশ্চ।। -(ব্রহ্মসূত্র ২/৪/৭)

ভগবান ভাষ্যকার শঙ্করাচার্য ভাষ্যে বলিতেছেন- এক্ষণে সেই ইন্দ্রিয়সকলেরই পরিমাণরূপ অন্য স্বভাবকে ভগবান সূত্রকার সংগ্রহ করিতেছেন। প্রস্তাবিত এই ইন্দ্রিয়সকলকে অণুপরিমাণ বুঝিতে হইবে। সূক্ষ্মতা ও পরিচ্ছিন্নতাই (-মধ্যমপরিমাণতাই) ইহাদের অণুতা, কিন্তু পরমাণুতুল্যতা নহে, যেহেতু তাহা হইলে সমগ্রদেহব্যাপী কার্য্য অসঙ্গত হইয়া পড়িবে। এই ইন্দ্রিয়সকল সূক্ষ্ম, যদি স্থূল হইত, মরণকালে শরীর হইতে নির্গমনকারী ইহারা ম্রিয়মাণ ব্যক্তির পার্শ্বস্থ পুরুষগণকর্ত্তৃক গর্ত্ত হইতে নির্গত সর্পের ন্যায় উপলব্ধ হইত। আর এই ইন্দ্রিয়সকল পরিচ্ছিন্ন; যদি সর্ব্বগত হইত, উৎক্রমণ, পরলোক গমন এবং তথা হইতে আগমন প্রতিপাদিকা শ্রুতির বিরোধ হইয়া পড়িত। (কারণ স্বরূপতঃ বিভু জীবের বুদ্ধ্যাদি উপাধিও বিভু হইলে তাহার উৎক্রান্তি প্রভৃতি সম্ভব হইবে না।).......

 

No comments:

জ্ঞানবিজ্ঞানযোগ-

  শ্রীভগবানুবাচ ময্যাসক্তমনাঃ পার্থ যোগং যুঞ্জন্মদাশ্রয়ঃ৷ অসংশয়ং সমগ্রং মাং যথা জ্ঞাস্যসি তচ্ছৃণু ৷৷ ১   ‘শাঙ্করভাষ্য’   অনুস...