Thursday, 29 July 2021

কিরূপ স্থানে আসন করিবে এই বিষয়ে শ্রুতি নির্দ্দেশঃ-

 


সমে শুচৌ শর্করাবহ্নিবালিকা-

বিবর্জিতে শব্দজলাশ্রয়াদিভিঃ ।

মনোনুকূলে ন তু চক্ষুপীড়নে

গুহানিবাতাশ্রয়ণে প্রয়োজয়েৎ ॥ -(কৃষ্ণযজুর্বেদীয় শ্বেতাশ্বতরোপনিষৎ-২।১০)

শঙ্করাচার্য ভাষ্যে বলিতেছেন-যেস্থান সমতল অর্থাৎ নিম্ন ও উন্নতভাবরহিত, শর্করা অর্থাৎ ক্ষুদ্র পাষাণখণ্ড প্রভৃতি, অগ্নি, বালুকা (পাষাণচূর্ণ) নাই, যেস্থান শব্দ-কলহ প্রভৃতি শূন্য এবং যেস্থান সর্ব্বপ্রাণীভোগ্য জলাশয় ও মণ্ডপ (আশ্রয়) সমীপবর্ত্তী নহে এবং যাহা মনের অনুকূল অর্থাৎ মনোরম অথচ চক্ষুর পীড়াদায়ক নহে এবং যেখানে প্রবলবেগে বায়ু প্রবাহিত হয় না, এমন গুহা প্রভৃতি নির্জ্জনস্থানে আশ্রয় করিয়া চিত্তকে পরমাত্মায় সংযোজিত করিবে।

 

No comments:

জ্ঞানবিজ্ঞানযোগ-

  শ্রীভগবানুবাচ ময্যাসক্তমনাঃ পার্থ যোগং যুঞ্জন্মদাশ্রয়ঃ৷ অসংশয়ং সমগ্রং মাং যথা জ্ঞাস্যসি তচ্ছৃণু ৷৷ ১   ‘শাঙ্করভাষ্য’   অনুস...