চেটীভবন্নিখিলখেটীকদম্বতরুবাটীষু নাকিপটলী-
কোটীরচারুতরকোটীমণীকিরণকোটীকরম্বিতপদা ।
পাটীরগন্ধিকুচশাটীকবিৎবপরিপাটীমগাধিপসুতা
ঘোটীকুলাদধিকধাটীমুদারমুখবীটীরসেন তনুতাম্ ||১||
ভাবার্থ - যে কদম্ব বৃক্ষবাটিকার নিখিল খেচরললনা
( দেবাদি রমণী ) দাসী রূপে নিযুক্তা, তথায় কিরীট নিচরের কমনীয়াগ্ৰভাগস্থিত অসংখ্য
মণিকিরণে যার চরণ খচিত, যার স্তনাচ্ছাদনবস্ত্র চন্দন গন্ধযুক্ত, সেই গিরিরাজনন্দিনী
নিজমুখ ( চর্বিত ) তাম্বুল রস প্রসাদ প্রদান দ্বারা ( সত্বরতায় ) বড়বাকুলের অপেক্ষা
অধিক প্রতিপক্ষ আক্রমণ সমর্থ ( মদীয় ) কবিত্বশক্তি সম্পাদন করুন, অর্থাৎ তার প্রসাদে
আমি যেন দ্রুত কবিতা রচনায় সমর্থ হই, এবং সেই দ্রুত রচনায় আমার তুল্য কেউ না থাকে
||১||
কূলাতিগামিভয়তূলাবলীজ্বলনকীলা নিজস্তুতিবিধৌ
কোলাহলক্ষপিতকালামরীকুশলকীলালপোষণনভঃ
।
স্থূলা কুচে জলদনীলা কচে কলিতলীলা কদম্ববিপিনে
শূলায়ুধপ্রণতিশীলা বিভাতু হৃদি শৈলাধিরাজতনয়া||২||
ভাবার্থ - যিনি অপার হয়ে ( সংসার সাগর ভীতি )
স্বরূপ তুলরাশির দাহে অগ্নিশিখা, যিনি নিজস্তুতি কোলাহলে কালযাপনকারিণী অমর রমণীগণের
কল্যাণবারি বর্ষণের শ্রাবণমাস তুল্যা, পীনস্তনী, ঘননীলকুন্তলা, কদম্ববন বিহারিণী, শঙ্করপ্রীতি
পরায়ণা, সেই গিরিরাজ নন্দিনী ( আমার ) হৃদয়ে বিরাজমানা হোক ||২||
যত্রাশয়ো লগতি তত্রাগজা বসতু কুত্রাপি নিস্তুলশুকা
সুত্রামকালমুখসত্রাশনপ্রকরসুত্রাণকারিচরণা ।
ছত্রানিলাতিরয়পত্রাভিরামগুণমিত্রামরীসমবধূঃ
কুত্রাসহন্মণিবিচিত্রাকৃতিঃ স্ফুরিতপুত্রাদিদাননিপুণা||৩||
ভাবার্থ - যার শ্রীচরণ ইন্দ্র, যম প্রমুখ দেবগণের
সুরক্ষণ করে থাকেন, অমরীসদৃশী যদীয় সহচরী ডাকিনী যোগিনীগণ, ছত্রধারণে, বায়ুবেগ সদৃশ
গমনে এবং বাহন চালনে পরম গুণসম্পন্না। যিনি গিরিরাজের অতুলনীয় রত্নস্বরূপা ও অপরূপশালিনী
অথবা নানাবর্ণা, সুন্দর পুত্রাদিদানদক্ষা, সেই পার্বতী আমার মন মতো স্থানে অধিষ্ঠিত
হোক ||৩||
দ্বৈপায়নপ্রভৃতিশাপায়ুধত্রিদিবসোপানধূলিচরণা
পাপাপহস্বমনুজাপানুলীনজনতাপাপনোদনিপুণা ।
নীপালয়া সুরভিধূপালিকা দুরিতকূপাদুদঞ্চয়তু মাং
রূপাভিকা শিখরিভূপালবংশমণিদীপায়িতা ভগবতী||৪||
ভাবার্থ - দ্বৈপায়ন প্রভৃতি ঋষিগণের সেবিত যদীয়
চরণের ধুলি স্বর্গারোহণের সোপান। যিনি পাপবিনাশন নিজমন্ত্র জপে নিরত জনগণের ত্রিতাপ
নাশে নিপুণা, কদম্ববননিলয়া ধুপ সুরভী অলক বিরাজিতা রূপাতিশয়শালিনী, সেই গিরিরাজকুলের
রত্নদীপসদৃশী ভগবতী আমাকে দুরিত কূপ হতে উদ্ধার করুন ||৪||
যালীভিরাত্মতনুতালীসকৃৎপ্রিয়কপালীষু খেলতি ভয়-
ব্যালীনকুল্যসিতচূলীভরা চরণধূলীলসন্মুনিবরা ।
বালীভৃতি শ্রবসি তালীদলং বহতি যালীকশোভিতিলকা
সালীকরোতু মম কালী মনঃ স্বপদনালীকসেবনবিধৌ||৫||
ভাবার্থ - যিনি আপনার ক্ষুদ্র করতলতালী সকৃৎ প্রীতিসংযোগ
প্রাপ্ত খর্পর খণ্ডের সখীগণসহ খেলা করেন, ( অথচ ভক্তগণের ) ভয়স্বরূপভুজগী বিনাশের
যিনি নকুলী, মুনিগণ যার পদধূলির অভিলাষী, যার ( শৈশবের ) অদীর্ঘ কেশপাশ ভ্রমরকৃষ্ণ,
অলঙ্কৃত কর্ণে তালীপত্র দোদুল্যমান, ললাট-পট্টে তিলক শোভিত, সেই কালী আমার মনকে নিজ
চরণকমল সেবন কার্য্যে ভ্রমর সদৃশ করুন ||৫||
ন্যঙ্কাকরে বপুষি কঙ্কালরক্তপুষি কঙ্কাদিপক্ষিবিষয়ে
ত্বঙ্কামনাময়সি কিঙ্কারণং হৃদয়পঙ্কারিমেহি গিরিজাম্
।
শঙ্কাশিলানিশিতটঙ্কায়মানপদসঙ্কাশমানসুমনো-
ঝঙ্কারিমানততিমঙ্কানুপেতশশিসঙ্কাশিবক্ত্রকমলাম্
॥ ৬॥
ভাবার্থ - রে ( আমার ) অতিধৃষ্ট নীচ ( মন ), অস্থি
ও রক্তযুক্ত কঙ্ক প্রভৃতি পক্ষীগণের লোভনীয় দেহে কি কারণে অনুরাগযুক্ত হচ্ছো ? ভীতিপাষাণচ্ছেদনে,
শাণিত টঙ্কতুল্য, যদীয় চরণসমীপে বিরাজিত দেববৃন্দ কন্ঠঝঙ্কারে যার মান বিস্তৃত, সেই
অকলঙ্কশশিবদনা অন্তরের পাপনাশিনী গিরিজার আশ্রয় গ্রহণ করো ||৬||
কম্বাবতীবসমবিড়ম্বা গলেন নবতুম্বাভবীণসবিধা
শম্বাহুলেয়শশিবিম্বাভিরামমুখসম্বাধিতস্তনভরা ।
অম্বা কুরঙ্গমদজম্বালরোচিরিহ লম্বালকা দিশতু মে
বিম্বাধরা বিনতশম্বায়ুধাদিনিকরম্বা কদম্ববিপিনে
॥ ৭॥
ভাবার্থ - যার গলদেশের সুসদৃশ গঠন শঙ্খে বর্তমান,
নবতুম্ব বিরাজিত বীণাধারী শিব যার সমীপে অবস্থিত, ( অথবা যার সমীপবস্থানই ঐরূপ বীণাশোভিত
), যার স্তনমণ্ডল কার্তিকেয়ের শশিবিম্ব কমনীয় ষড়বদনচুষণে ব্যথাপ্রাপ্ত, ঘৃষ্ট মৃগনাভি
রচিত তিলকালঙ্কৃত, কদম্ববনে প্রণত ইন্দ্রাদি দেবগণ পরিবৃতা, সেই জননী লম্বিতালকা, বিম্বাধরা
আমার কল্যাণদায়িনী হোক ||৭||
ইন্ধানকীরমণিবন্ধা ভবে হৃদয়বন্ধাবতীব রসিকা
সন্ধাবতী ভুবনসন্ধারণেঽপ্যমৃতসিন্ধাবুদারনিলয়া
।
গন্ধানুভানমুহুরন্ধালিবীতকচবন্ধা সমর্পয়তু মে
শন্ধাম ভানুমপি সন্ধানমাশু পদসন্ধানমপ্যগসুতা ॥
৮॥
ভাবার্থ - যিনি কাশ্মীরপ্রদেশকে ( কণ্ঠপীঠ করে
সারদারূপে ) ও মণিবন্ধ নামক স্থানকে ( মণিবন্ধপীঠ করে গায়ত্রীরূপে ) উজ্জ্বল করেছেন,
যিনি হৃদয়বন্ধু শিবের অতীব অনুরক্তা, ভুবনধারণে সততযুক্তা এবং সুধাসিন্ধু মধ্যে মহানিলয়ে
অবস্থিতা, যার কবরীবন্ধকে গন্ধানুভবে ( পুষ্পভ্রমে ) বারংবার মুগ্ধ অলিকুল আবৃত করতেছে,
সেই নগনন্দিনী, আমাকে ( ঐহিক ) মঙ্গলও অর্পণ করুন এবং সন্ধ্যাসময়ে প্রনতগণের সংস্মরণীয়
পদ সূর্য্যকে ( অন্তে ) প্রবেশ স্থানরূপে অর্পণ করুন ||৮||
||ইতি শ্রীমৎপরমহংস পরিব্রাজকাচার্য্যস্য শ্রীগোবিন্দ
ভগবৎ পূজ্যপাদ শিষ্যস্য শ্রীমচ্ছঙ্কর ভগবতঃ কৃতৌ অম্বাষ্টকং সম্পূর্ণম্ ||
ইতি শ্রীমৎপরমহংস পরিব্রাজকাচার্য্য শ্রীগোবিন্দ
ভগবৎ পূজ্যপাদ শিষ্য শ্রীমৎ শঙ্করাচার্য বিরচিত অম্বাষ্টকম্ সমাপ্ত।
No comments:
Post a Comment